বিয়ানি বাজারে মুক্তি সংগ্রাম
পূর্ববাংলার শ্রীহট্ট জেলার বিরিয়ানী বাজারে সম্প্রতি স্বাধীন বাংলা মুক্তিফৌজ সেবা সমিতি” নামে একটা সংগঠন গঠন করা হইয়াছে। বিরিয়ানী বাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােঃ মুজম্মিল আলী ও মােঃ আব্দুল লতিফকে যথাক্রমে উক্ত সমিতির সভাপতি ও সম্পাদক করা হইয়াছে।
উক্ত সেবা সমিতি অর্থ, খাদ্যদ্রব্য ঔষধপথ্যাদি ও রসদ যােগাড় করিয়া মুক্তিফৌজকে সাহায্য করিতেছেন। স্থানীয় শাসন শৃঙ্খলার কাজেও তারা নিযুক্ত আছেন।
ইহা ছাড়াও সমিতির অধীনে স্বেচ্ছাসবক বাহিনী গঠন করিয়া মুক্তিফৌজের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করিয়াছেন বলিয়াও জানা যায়।
সূত্র: দৃষ্টিপাত, ১৪ এপ্রিল ১৯৭১