জকিগঞ্জে শােভাযাত্রা ও গুলী
গত ২৭ শে মার্চ করিমগঞ্জ সন্নিহিত কুশিয়ারা নদীর বিপরীত তীরে অবস্থিত পূর্ববাংলার জকিগঞ্জে এক বিরাট শােভাযাত্রা পশ্চিম পাকিস্তানী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইয়া পথ পরিক্রমা করে। করিমগঞ্জ হইতে বহু নরনারী ঐ শােভাযাত্রা প্রত্যক্ষ করেন। ঐ শােভাযাত্রা শেষ হওয়ার পর কালীগঞ্জ বাজারের নিকট এক জমায়েতে মিলিটারী নির্বিচারে গুলি চালায়। একজন শিশুসহ ঐ গুলি বর্ষণে ১৪ জন নিহত বলিয়া জানা গিয়াছে। সংবাদে প্রকাশ, ঐ অঞ্চলের মুক্তিযােদ্ধারা শ্রীহট্ট শহরের সহীত সড়ক যােগাযােগ বিচ্ছিন্ন করিয়া দিয়াছেন।
সূত্র: যুগশক্তি, ২ এপ্রিল ১৯৭১