You dont have javascript enabled! Please enable it!

রাষ্ট্রয়ত্ত শিল্প প্রতিষ্ঠান ফেরত দেওয়া হবে না- সৈয়দ নজরুল ইসলাম | ১৭ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২

যে সকল পরিত্যক্ত মিলকারখানা সরকার জাতীয়করণ করেছে, তা পুনরায় মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হবে না। হোক সেগুলি বাঙালি বা অবাঙালির। সোমবার শিল্প ও বাণিজ্য মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে আয়োজিত এক সম্বর্ধনা সভায় একথা ঘোষণা করেন। সদরঘাটের বাংলাদেশ দোকানদার হকার সমিতি এই সভার আয়োজন করেন। এছাড়া, তিনি বন্ধ মিলকারখানা অবিলম্বে চালু করার জন্য আহ্বান জানান। তিনি এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, যদি অবিলম্বে বন্ধ মিলকারখানাগুলি চালু না হয় ও শ্রমিকের কাজে যোগ দিতে না দেওয়া হয়, তা হলে সরকার তা সহ্য করবে না। সরকার এই সকল শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব নিবেন। তিনি  বলেন, মালিকেরা বাঙালি বলে বেঁচে যাবেন না। তিনি আরো বলেন, জাতীয় সরকার সমাজতান্ত্রিক লক্ষ্যে পৌঁছার বিভিন্ন পর্যায়ে দেশের প্রধান শিল্প প্রতিষ্ঠান ও বিদেশেী বাণিজ্য প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণ করবে।

সম্বর্ধনা সভায় এছাড়া বক্তৃতা করেন, খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী শ্রী ফনীভূষণ মজুমদার, কৃষি ও স্বায়ত্বশাসন দফতরের মন্ত্রী শেখ আব্দুল আজিজ, জনাব মিজানুর রহমান চৌধুরী এমসিএ, শাহ্ মোয়াজ্জেম হোসেন এমসিএ, ভারতীয় প্রখ্যাত লেখক শ্রী মুলকরাজ আনন্দ ও সমিতির সভাপতি জনাব তফাজ্জল হোসেন। জনাব সিরাজু ল ইসলাম এমসিএ এ সভায় সভাপতিত্ব করেন। ৪৫

Unicoded by Nizam Ali

Ref: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ, p 46

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!