শেখ মুজিবরের সঙ্গে সাক্ষাতে ভুট্টো রাজী হয়েছেন
নয়াদিল্লী, ১৯ ফেব্রুয়ারি (ইউ এন আই) – পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান শ্রী জেড এ ভুট্টোর সঙ্গে আজ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের এক আলােচনার পর শ্রী ভুট্টো আওয়ামী লীগ নেতা শেখ মুজিবরের সঙ্গে সাক্ষাতের জন্য সম্মতি প্রকাশ করেছেন।
পাকিস্তানের সংবিধান রচনার ক্ষেত্রে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা মীমাংসার জন্য শ্রী ভুট্টো পুনরায় শেখ মুজিবরের সঙ্গে আলােচনায় রাজী হয়েছেন।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে আলােচনার পর শ্রী ভুট্টো সাংবাদিকদের নিকট বলেন, মুদ্রা, বৈদেশিক বাণিজ্য এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচীর সঙ্গে কিছুটা সমম্বয় সাধন যদি সম্ভব হয় তবে তার দল সংবিধান রচনার কাজে অংশ গ্রহণ করবে।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, ইতিপূর্বে শ্রী ভুট্টো জাতীয় পরিষদের অধিবেশন বয়কট করার কথা ঘােষণা করেন এবং সঙ্গে সঙ্গে আপস আলােচনার রাস্তাও খােলা রাখা হয়েছে বলে বক্তব্য রাখেন। জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আগামী ৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে।
জেনারেল ইয়াহিয়া খান সংবিধান সম্পর্কে আলােচনার জন্য জামাত-ই-উলেমা-ই-ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদকে আগামীকাল আমন্ত্রণ জানিয়েছেন।
‘পাকিস্তান বেতারে বলা হয়েছে যে, মুফতি মাহমুদ লাহােরে কাউন্সিল মুসলিম লীগ প্রধান মমতাজ দৌলতানার সঙ্গে আলােচনা করে রাওয়ালপিন্ডি পৌছবেন।
সূত্র: কালান্তর, ২০.২.১৯৭১