You dont have javascript enabled! Please enable it! 191.03.20 | প্রাদেশিক ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি শোভাযাত্রা করে ধানমণ্ডি শেখ মুজিবের বাসভবনে গমন করে - সংগ্রামের নোটবুক

২০ মার্চ ১৯৭১ঃ আন্দোলনের উনবিংশতিতম দিন

প্রাদেশিক ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি শোভাযাত্রা করে ধানমণ্ডি শেখ মুজিবের বাসভবনে গমন করে। তাদের উদ্দেশে শেখ মুজিব সংক্ষিপ্ত বক্তব্য এ বলেন চিন্তার কোন কারন নেই আমরা জয়লাভ করবই।  শেখ মুজিব জরুরী ভিত্তিতে মওলানা ভাসানীকে ঢাকায় তলব করেন। আব্দুস সামাদ আজাদ তাকে চট্টগ্রাম থেকে আনতে গাড়ীসহ গমন করেন। পাকিস্তানের প্রখ্যাত আইনজীবী এ কে ব্রোহি ঢাকায় আসেন এবং ডঃ কামালের সাথে একদফা বৈঠক করেন।  ১০ দিনের প্রশিক্ষন শেষে ছাত্র ইউনিয়নের ৫০০ সদস্য এর গনবাহিনী অস্র সহযোগে ঢাকার রাজপথ সমুহে মার্চ পাসট করে।  প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ারদি হলের মাঠে ঢাকা শহর ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের প্যারেড অনুষ্ঠিত হয়। শহর ছাত্রলীগ সভাপতি মনিরুল হক সাধারন সম্পাদক শেখ জাহিদ হোসেন উপস্থিত থেকে প্যারেড পরিচালনা করেন।  জয়দেবপুরে সেনাবাহিনীর খোয়া যাওয়া অস্র উদ্ধার হয়নি।  ক্যান্টনমেন্ট এর একটি ডোবায় গলাকাটা দুটি লাশ উদ্ধার।  সংগ্রাম অফিসে বোমা হামলা। রাজশাহীতে জাহানারা কামরুজ্জামানের সভাপতিত্তে বিশাল নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।