You dont have javascript enabled! Please enable it! 1971.03.20 | নৌবাহিনী প্রাক্তন সৈনিক সমিতি - সংগ্রামের নোটবুক

২০ মার্চ ১৯৭১ঃ নৌবাহিনী প্রাক্তন সৈনিক সমিতি

লেঃ কম্যান্ডার জয়নাল আবেদিন এর কম্যান্ডে নৌবাহিনী প্রাক্তন সৈনিকগন বিকেলে শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন লেঃ সিদ্দিক, লেঃ কম্যান্ডার আইউব হোসেন, এম এ হোসেন, এম ইউ আহমেদ। এম এ হোসেন তার বক্তব্বে বলেন তারা বাঙ্গালীদের ২৩ বছর শোষণ করে গেছে। সেনাবাহিনীর মেজর জেনারেল ইস্ফাকুল মজিদ আইউবের চেয়ে ৮ ধাপ উপরে থাকার পর ও তিনি সেনাপ্রধান হতে পারেননি। তারা বাংলাদেশে কেবল বাঙ্গালী সৈন্য মোতায়েন এবং পশ্চিম পাকিস্তানী সৈন্য বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার জন্য ইয়াহিয়ার প্রতি দাবী জানান। বক্তারা প্রাক্তন বিমান, নৌ ও স্থল বাহিনী সমন্বয়ে একটি মুক্তি বাহিনী গঠনের জন্য প্রাক্তন সৈনিকদের প্রতি আহবান জানান। পরে মিছিল সহকারে তারা ধানমণ্ডি গমন করেন। সেখানে তারা শেখ মুজিবকে বলেন স্বাধীনতা অর্জনে আমরা পাশেই আছি আমাদের আদেশ করুন। শেখ মুজিব জবাব দেন জয় বাংলা।  অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নওয়াব হোসেন ক্যাপ্টেন আশরাফ হোসেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইস্ফাকুল মজিদের নেতৃত্ব এ মুক্তিবাহিনী গঠনের আহবান জানান।