You dont have javascript enabled! Please enable it!

২০ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিব

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন ১৪ মার্চ ঘোষিত নির্দেশাবলী এবং এতদসংক্রান্ত ব্যাখ্যার উপর আন্দোলন চলবে। তিনি ২৩ মার্চ বাংলাদেশে সরকারী ছুটি ঘোষণা করেন( ছাত্র সংগ্রাম পরিষদ এদিন পাকিস্তান দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস ঘোষণা করে)। তিনি আন্দোলন নস্যাৎ এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করেন। এছাড়াও তার বাসভবনে আগত ন্যাশনাল ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন শোভাযাত্রার গ্রুপ সমুহের উদ্দেশে তিনি বক্তব্য দেন। তিনি তাদের উদ্দেশে বলেন বাংলাদেশ আর কারো বাজার হয়ে থাকবে না। তিনি ফাইজার বাংলাদেশ লিঃ কর্মচারী সমিতি থেকে দান বাবদ চেক গ্রহন করেন।