২০ মার্চ ১৯৭১ঃ দৌলতানা মুজিব সাক্ষাৎ
কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা শেখ মুজিবের সাথে বিকেলে সাক্ষাৎ করেছেন। তিনি এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। তাদের বৈঠক চলাকালে বিভিন্ন মিছিল আসায় তাদের উদ্দেশে কিছু বলার জন্য ২-৩ বার তিনি সভা মুলতবী রাখেন। দৌলতানা সভা শেষে সাংবাদিকদের বলেন রাজনৈতিক সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তারা আরও আলোচনায় বসবেন। তিনি বলেন তার দল যে কোন হামলা ও নির্যাতনের বিরুদ্ধে। জয়দেবপুরের ঘটনা নিয়ে তিনি প্রেসিডেন্ট এর সাথে আলাপ করবেন বলে জানান। তিনি বলেন তিনি নিজে একজন এমএনএ তিনি একটি ছোট দলের নেতা (যুগ্ন ৩য়)। আলোচনার সময় তার সাথে পাঞ্জাব কাউন্সিল মুসলিম লীগের সভাপতি সরদার শওকত হায়াত খান উপস্থিত ছিলেন। তিনি বলেন শেখ সাহেবের সাথে তার ৩০ বছরের রাজনৈতিক সম্পর্ক তিনি আমার ভাই, বন্ধু ও নেতা। সভা শেষে দৌলতানা শেখ মুজিবের নিজস্ব গাড়ীতে করে হোটেলে ফিরেন। সে গাড়ীতে জয়বাংলা পোষ্টার, কালো পতাকা এবং নতুন জাতীয় পতাকার প্রতীক লাগানো ছিল।