২০ মার্চ ১৯৭১ঃ মুজিব ইয়াহিয়া ৪র্থ দফা বৈঠক
ইয়াহিয়ার সাথে সকাল ১০ টায় ৪র্থ দফা বৈঠকে বসেন শেখ মুজিব। এই বৈঠক প্রায় সোয়া দুই ঘণ্টা চলে। বৈঠক পরদিন সকালে উপদেষ্টা সহ বসবে। বৈঠক শেষে ধান মণ্ডির বাস ভবনে ফিরে শেখ মুজিব সাংবাদিকদের বলেন বৈঠকে সামান্য অগ্রগতি হয়েছে। ইয়াহিয়াকে সাহায্য করেন জেনারেল পীর জাদা, বিচারপতি কর্নেলিয়াস, কর্নেল হাসান। শেখ মুজিবকে সহায়তা করেন সৈয়দ নজরুল, তাজ উদ্দিন, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, ডঃ কামাল হোসেন, খন্দকার মোস্তাক। শেখ মুজিব বলেন ইয়াহিয়া পশ্চিম পাকিস্তানী নেতাদের সাথেও আলোচনা করবেন এবং আমরাও তাদের সাথে আলোচনা করব। তবে এ আলোচনা অনির্দিষ্ট কাল চলতে পারে না। তিনি বলেন ইয়াহিয়ার সাথে জয়দেবপুরের ঘটনা সম্পর্কে জানিয়েছি। প্রেসিডেন্ট তা দেখবেন বলে জানিয়েছেন। সভায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন তিনি এ ব্যাপারে অভিযোগ জানাবেন এবং সেনাবাহিনীর প্রত্যাহার চাবেন।