২০ মার্চ ১৯৭১ঃ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ এক নির্দেশে জানিয়েছে পরিষদের যে সকল শাখা সমুহ নিজ উদ্যোগে প্যারেড সমাপ্ত করেছে তাদের রবিবার ২১ মার্চ বিকেল ৪ টায় সোহরাওয়ারদি / লিয়াকত হলের মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। একই নির্দেশে পরিষদ তাদের সকল ইউনিট সমুহকে ২৩ মার্চ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। তবে পতাকাটি সাইজ হবে ৭ বাই ৫ ইঞ্চি সাইজের। পতাকার রঙ এবং চিহ্ন সঠিক ( ইতি পূর্বে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী) ব্যাবহারের জন্য বলা হয়েছে। ন্যাপ ভাসানী এবং ন্যাপ ভাসানী মহিলা শাখা ২৩ মার্চ যথাযথ স্বাধীন পূর্ব বাংলা দিবস ও জাতীয় শ্রমিক লীগ ২৩ মার্চ স্বাধীন বাংলাদেশ দিবস পালনের জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। ছাত্র সংগ্রাম পরিষদ জয়দেবপুরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং জয়দেবপুরের জনতার পথ ধরে স্বাধীনতার আন্দোলনকে তীব্রতর করার আহবান জানান।