ঢাকাজিৎ সিং ও জয়
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন পার্লমেন্টে স্বাধীন বাংলাদেশের জন্মের কথা ঘােষণা করেছিলেন, ঠিক সেই সময়টিতে রাজস্থানের বিকানীরে এক ইঞ্জিনিয়ার একটি পুত্র লাভ করেন। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নে তারই প্রাণের মিত্র ভারত-রাষ্ট্রে যে-মানুষটি ভূমিষ্ট হয়েছে তার নামকরণে সেই ঐতিহাসিক ঘটনাটিকে জড়িয়ে দিয়ে ভারত রাষ্ট্রেরই এক পিতা পরম আনন্দ যে লাভ করেছেন, তা অনুভবনীয়। বিকানীরের ঐ ইঞ্জিনীয়ার তার নবজাতক সন্তানের নাম রেখেছেন- ঢাকাজিৎ সিং। পাক হানাদারদের কবল থেকে বাংলাদেশের ঢাকার উদ্ধার আর সেই সঙ্গে পাক হানাদারদে আত্মসমর্পণে ন-মাসের স্বাধীনতার লড়াই-এর উদযাপন করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিকানীরের শিশুটির ঢাকাজিৎ সিং নামের সঙ্গে এইযে জড়িয়ে রইল, সে যেন একটি ঐতিহাসিক ঘটনাকে প্রতিদিন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই পরিকল্পিত। বলা বাহুল্য, যে ঘটনা প্রবাহ স্বাধীন বাংলাদেশের আশ্চর্য অভ্যুদয় এনে দিয়েছে, তাতে দম্ভস্ফীত অত্যাচারীর অনেক নিষ্ঠুরতা, রক্তপিপাসু দানবের অনেক রক্ততৃষ্ণা, নিরীহ নির্দোষ অসহায় মানুষদের উপরে অনেক লাঞ্ছনা, নির্যাতন সভ্যতাবিগর্হিত আচরণ জড়ানাে রয়েছে। আর তারই পাশাপাশি জড়ানাে আছে ঐ নিষ্ঠুরতা ঐ রক্তপিপাসা, ঐ লাঞ্ছনা নির্যাতন অসভ্য আচরণের কর্তাদের কবর তৈরী করার দৃঢ় সংকল্প নিয়ে একটি সমগ্র জাতির দূর্জয় সংগ্রামেরও কথা। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর ঢাকা জয় তাই এক অদ্ভুত কীর্তি -বিশ্বের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন উজ্জ্বল গৌরবময় পাতার সংযােজন। সেই গৌরব-কাহিনী বিকানীরের ইঞ্জিনীয়ার তার নবজাতক পুত্রের নামের সঙ্গে এই যে জড়িয়ে দিলেন, সে তাে এই দুর্মূল্য দূর্লভ স্বাধীনতারই প্রতি মানবীয় অনুরাগ আগ্রহ ও শ্রদ্ধার প্রকাশ।
সংবাদে প্রকাশ যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী তার পাঁচ মাসের দৌহিত্রের নাম রেখেছেন- জয়। ‘জয় বাংলা’ স্বাধীন বাংলাদেশেরই জয়ধ্বনি-যা প্রথম উদগীত হয়েছে তার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে। আর এই ধ্বনিই তাে সাড়ে সাত কোটি মানুষের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয়ে দুর্ধর্ষ শত্রুর বুকেও বিষম ত্রাসের সৃষ্টি করেছে। এই ধ্বনিই বাংলাদেশের আকাশে বাতাসে রণিত হয়েছে রণদুর্মদ শত্রুর বুকে হাতিয়ার হানতে আর বাংলাদেশের বুকে তার রণপিপাসাকে চিরদিনের জন্য মিটিয়ে দিতে। সুতরাং এই পবিত্র ধ্বণীর ‘জয়’ শব্দটি আপন গৌরবেই বঙ্গবন্ধুর দৌহিত্রের নামের সঙ্গে যুক্ত হয়ে রইলাে বাংলাদেশের দুর্লভ দুর্মূল্য জয়লাভের ঘটনাটির সঙ্গে। একটি নতুন স্বাধীনতার উৎসবের সহস্র উল্লসিত ঘটণার মধ্যে ঢাকাজিৎ সিং’ আর ‘জয় শেখ’- এই নামকরণ ক্রিয়াতেও যে সেদিনকার পরম গৌরবের অভিনব উজ্জ্বল প্রকাশ তা কে অস্বীকার করবে?
সূত্র: দৈনিক যুগান্তর, ১৯ ডিসেম্বর ১৯৭১