ত্রিদিব রায়ের দালালী
ইয়াহিয়া খানের দালালী করবার জন্য পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ নেতা রাজা ত্রিদিব রায়কে পাঠানাে হয়েছে সিংহলে। সিংহল বৌদ্ধদের দেশ। পূর্ব বাংলায় যে ব্যাপক গণহত্যা সংগঠিত হয়েছে তা ঢাকবার জন্য ইয়াহিয়া খানের এই প্রয়াস। ত্রিদিব রায় গত নির্বাচনে প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়েছিলেন এই কারণে যে, সংখ্যালঘু নেতা বলে আওয়ামী লীগ সেখানে কোনাে প্রার্থী দেয় নি। বাংলাদেশে পশ্চিম পাকিস্ত নি সৈন্যরা শুধু বাঙালী হিন্দু ও মুসলমানকেই হত্যা করেনি, বৌদ্ধদেরও সমানভাবেই হত্যা করেছে। কলম্বােতে পাকিস্তানি হাইকমিশনে এক সাংবাদিক সম্মেলনে ত্রিদিব রায়কে এই গণহত্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। কিন্তু তাকেও স্বীকার করতে হয় যে, বৌদ্ধ নেতা ডা: বি, পি, বড়য়া এই হত্যাকাণ্ডের সময় নিহত হয়েছেন। তবে সেনাবাহিনী নাকি তাকে হত্যা করে নি। সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ের সময় আকস্মিকভাবে গুলী লেগে তিনি মারা যান। সিংহলের বৌদ্ধরা বাংলাদেশে পাকিস্তানিদের দ্বারা বৌদ্ধ নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বােঝাই যাচ্ছে যে, ত্রিদিব রায়ের দালালীতে বিশেষ কিছু কাজ হয় নি। কাজ ভাল না হলে কি দালালীর পুরস্কার মিলবে?
সূত্র: দৈনিক যুগান্তর, ১ ডিসেম্বর ১৯৭১