You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী পরিবহনের জন্য চারটি সােভিয়েত বিমান :
(নিজস্ব প্রতিনিধি)

নয়াদিল্লী, ৫ জুন- বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের সীমান্ত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য সােভিয়েত ইউনিয়ন ৪টি বড়াে পরিবহন বিমান পাঠাচ্ছে বলে এখানে প্রমাণ্য সূত্রে জানা গেল।
এই বিমানেই সােভিয়েত রেড ক্রশের তরফ থেকে ভারতীয় রেডক্রশের কাছে দেবার জন্য ওষুধপত্র ও খাদ্যদ্রব্য নিয়ে আসা হবে। এই সাহায্য কাজে ব্যবহৃত হবে। ইতিপূর্বে সােভিয়েত ইউনিয়ন থেকে ৫০ হাজার টন চাল সাহায্য হিসাবে এখানে প্রেরিত হয়েছে।

সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১