১৯ মার্চ ১৯৭১ঃ ঢাকায় দৌলতানা ও মুফতি
কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা, শওকত হায়াত খান এবং জমিয়তে উলামা ইসলামের সাধারন সম্পাদক মুফতি মাহমুদ ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় তারা শেখ মুজিব ও অপরাপর নেতাদের সাথে বৈঠক করবেন। বিমান বন্দরে সাংবাদিকদের দৌলতানা বলেন দেশের অখণ্ডতা এবং গনতন্ত্র অক্ষুন্ন রাখার জন্য বর্তমান শাসন তান্ত্রিক সংকটের আশু সমাধানের উপর জোর প্রদান করেন। তিনি বলেন পাকিস্তানের বীজ ১৯০৬ সালে ঢাকাতেই রোপণ করা হয়েছিল আমরা এক সাথে পাকিস্তান চেয়েছিলাম এবং পাকিস্তান পেয়েছি এখন উহাকে রক্ষা করতে হবে এবং গড়ে তুলতে হবে।