১৯ মার্চ ১৯৭১ জয়দেবপুরে জনতা সেনাবাহিনী সংঘর্ষ
অসহযোগ আন্দোলনের অষ্টাদশ দিবসে ঢাকার অদূরস্থ জয়দেবপুরের তিনটি স্থানে জনতা এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২০ জন নিহত হন এবং প্রায় দুই শতাধিক আহত হন। সেনাবাহিনীর বিভিন্ন অত্যাচারের প্রতিবাদে ( ইবি রেজিমেন্টকে নিরস্র করার সংবাদে ) দুপুরে ১০ হাজার লোকের এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলের একাংশ জয়দেবপুর রেলগেটে একটি ট্রেন দিয়ে অবরোধ করে। অবরোধে সেনাবাহিনীর রেশনবাহী কনভয় সেনা ক্যাম্পে যেতে আটকা পড়ে। ঢাকা আসার পথে একটি বহরে একজন সেনা কমান্ডার ছিলেন (ব্রিগেডিয়ার আরবাব)। তিনি দীর্ঘক্ষণ অবরোধে আটকা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনা স্থলে এসে অবরোধ ভাঙ্গার চেষ্টা করে। এ সময়ে সেনাবাহিনীর গুলিতে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়। ভোগরা গ্রামে সেনাবাহিনীর গুলিতে একজন নিহত হয়। পরে জনতা চৌরাস্তা অবরোধ করলে সেখানে সেনাবাহিনীর গুলীতে আরও কয়েকজন নিহত হয়। ঢাকা থেকে যাওয়া এম্বুলেন্স ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি। সন্ধায় জয়দেবপুরে কারফিউ জারী করা হয়। টঙ্গীর কাছে আলাউদ্দিন টেক্সটাইলের শ্রমিকরা অবরোধ সৃষ্টি করলে সেখানে সেনাবাহিনী শ্রমিকদের নির্যাতন করে। সেনাবাহিনীর কম্যান্ডার ৬ টি অবরোধ ভেঙ্গে রাতে ঢাকা পৌঁছেন।
নোটঃ বর্তমানের গাজীপুর তখন জয়দেবপুর নামে পরিচিত ছিল। সরকারী নাম ছিল ঢাকা উত্তর মহকুমা। এরশাদের আমলে গাজীপুর নামে জেলা সৃষ্টি হয়।