১৯ মার্চ ১৯৭১ঃ জয়দেবপুরে গুলিবর্ষণের তীব্র নিন্দা
সন্ধ্যায় ধানমণ্ডির বাসভবনে বিদেশী সাংবাদিকদের জয়দেবপুরে নিরস্ত্র নাগরিকদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে শেখ মুজিবুর রহমান বলেন, যাঁরা বুলেট ও শক্তি দিয়ে গণ আন্দোলনকে স্তব্ধ করবেন বলে ভেবেছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু এর অর্থ এই নয়, তারা শক্তি প্রয়োগে ভয় পায়। তিনি বলেন পরিনতি যাই হোক তার আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন জনগন রক্ত দিতে প্রান দিতে শিখেছেন তাদের আর দাবিয়ে রাখার সাধ্য কারো নেই। তিনি বলেন প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে আমি সেখানে লোক পাঠিয়েছি। তিনি বলেন দেশের প্রেসিডেন্ট ঢাকায় অবস্থানকালীন এ ধরনের ঘটনা অবাঞ্ছিত। তার বাসভবনে আগত বিজ্ঞান কর্মচারীদের সমাবেশে তিনি অনুরুপ বক্তব্য প্রদান করেন।