You dont have javascript enabled! Please enable it! 1971.03.19 | গনতান্ত্রিক ভিত্তিতে দেশে সাধারন নির্বাচন হয়েছে - ওয়ালী খান - সংগ্রামের নোটবুক

১৯ মার্চ ১৯৭১ঃ ওয়ালী খান

ঢাকায় ওয়ালি খান সাংবাদিকদের কাছে বলেন গনতান্ত্রিক ভিত্তিতে দেশে সাধারন নির্বাচন হয়েছে। জনগন অত্যন্ত দৃঢ় তার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন এবং দেশের সমস্যা সমাধানের জন্য প্রতিনিধি নির্বাচন করেছেন। এখন কেউ যদি স্বাধীনতা চান তা আলোচনা করার উপযুক্ত স্থান জাতীয় পরিষদ। তিনি বলেন আমি সারা জীবন গনতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছি বাকী জীবনও সংগ্রাম করে যাব। তাই পরিষদে বসে সকল সমস্যা আলোচনা করাকে দৃঢ় তার সাথে বিশ্বাস করি। দুই দলের কাছে ক্ষমতা দেয়া প্রসঙ্গে তিনি বলেন এটা আমি চিন্তাই করতে পারিনা। যদি কেউ নিজেকে পাকিস্তানী হিসেবে চিন্তা করে তা হলে এ প্রশ্ন উঠতে পারেনা। আর প্রাদেশিক ভিত্তিতে চিন্তা করেন তবে পাচ দলের হাতে ক্ষমতা দিতে অবে। তিনি জোর দিয়ে বলেন আমি এখনও এক পাকিস্তানে বিশ্বাস করি।