১৮ মার্চ ১৯৭১ঃ ইয়াহিয়ার আমন্ত্রণ প্রত্যাখান — করাচীতে ভুট্টো
নেতৃস্থানীয় পিপিপি নেতাদের সাথে বৈঠকের পর করাচীতে এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তা প্রত্যাখান করে বলেন এ মুহূর্তে তার ঢাকা সফর কোন ফল বয়ে আনবে না। এ প্রসঙ্গে ভুট্টো বলেন, ঢাকা যাওয়ার ব্যাপারে তিনি প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু তিনি তার সম্পূর্ণ জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন যে কোন সময়েই আমি ঢাকা যেতে প্রস্তুত আছি তবে যখনি তারা বুঝতে পারবেন ২৫ মার্চের আগে আমি ঢাকা গেলে ফল বয়ে আনবে তখনি ঢাকা যাব।