১৮ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিব – ওয়ালী খান ২য় বৈঠক
শেখ মুজিবুর রহমান ও ওয়ালী ন্যাপ প্রধান ওয়ালী খান একঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে পশ্চিম পাকিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজেঞ্জোও উপস্থিত ছিলেন। বৈঠক সেশে ওয়ালী খান বের হয়ে সাংবাদিকদের বলেন আমরা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের মধ্যে বন্ধুসুলভ কথাবার্তা হয়েছে। তিনি বলেন মোকাবেলার নীতি সমস্যা সমাধান করতে পারে না। উহা শুধু অসদ্ভাবই তৈরি করতে পারে। তাই উহার অবসান করতে হবে। নিরস্র জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষণ সম্পর্কে তিনি বলেন ইহা অত্যন্ত দুর্ভাগ্যজনক এ ব্যাপারে দ্বিমতের কোন অবকাশ নেই।