১৮ মার্চ ১৯৭১ঃ শোভাযাত্রায় আগতদের প্রতি মুজিব
ধানমণ্ডির বাসভবনে শোভাযাত্রায় আগতদের প্রতি প্রত্যয় দীপ্ত ঘোষণায় এদেশের আপামর মানুষের স্বাধীনতার নায়ক (১৮ তারিখেই পত্রিকা লিখেছে) শেখ মুজিব বলেন বাংলার মানুষ তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। আঘাত যদি আসে প্রত্যাঘাত কর, পাল্টা আঘাত হানো। তিনি বলেন সাত কোটি শোষিত বঞ্চিত বাঙ্গালীর সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। চরম ত্যাগের বিনিময়ে হলেও আমরা লক্ষে পৌছব। তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও সু শৃঙ্খল থাকার আহবান জানান। নার্সিং ছাত্রছাত্রীদের প্রতি তিনি নিজেই স্লোগান ধরেন জয়বাংলা। তারা স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে থাকলে তাদের উদ্দেশে বলেন তোমরা স্বাধীনতা পাবে। ইউনাইটেড এবং ইউনিয়ন ব্যাঙ্ক কর্মচারীদের প্রতি শেখ মুজিব বলেন তারা যেন তার নির্দেশ অনুযায়ী (ব্যাংকিং) চলে।