১৮ মার্চ ১৯৭১ঃ বিমানবাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকদের মুক্তি আন্দোলনে একাত্মতা।
ঢাকায় বিমানবাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকরা স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে উইং কম্যান্ডার বাকীকে আহ্বায়ক করে একটি সংগ্রাম কমিটি গঠন করেন। সভায় বক্তব্য রাখেন আগরতলা মামলার আসামী শামশুল হক, তাজউদ্দিন, রোকনউদ্দিন, শাহজাহান চৌধুরী, তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দেশকে মুক্ত করার শপথ নেন। বক্তারা বলেন বাংলার মুক্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছেন।তারা জনগণকে দেশের মুক্তি আন্দোলনে শরীক হওয়ার আবেদন জানান এবং বলেন এ আন্দোলন হবে ভিয়েতনামের মতই। বক্তারা বলেন আমরা স্বাধীন বিমান বাহিনী গঠন করব। একই সাথে স্থল ও নৌ বাহিনী গঠনেরও তাগিদ দেন বক্তারা।