You dont have javascript enabled! Please enable it! 1971.10.30 | বিলাতে প্রথম জাতীয় ছাত্র সম্মেলন - সংগ্রামের নোটবুক

বিলাতে প্রথম জাতীয় ছাত্র সম্মেলন।

সংগ্রাম পরিষদসমূহের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠান প্রচেষ্টার পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ লন্ডনে একটি জাতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করে । পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, আঞ্চলিক প্রতিনিধি প্রেরণ সংক্রান্ত মতানৈক্যের কারণে সংগ্রাম পরিষদসমূহের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। লন্ডনসহ বিভিন্ন শহরে ছাত্ররা অন্যান্য সংগ্রাম কমিটির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকায় বিলাতে আন্দোলন সংগঠন, সমন্বয় ও নেতৃত্ব দানের ব্যাপারে ছাত্র সম্মেলন অনুষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদ লন্ডন এস ডব্লিউ-৪ এর ক্লাপহাম কমনস্থ (সাউসাইড) হেনরী থরন্টন স্কুল মিলনায়তনে ১৯৭১ সালের ৩০ অক্টোবরে উক্ত ছাত্র সম্মেলনের আয়ােজন করে।  উক্ত জাতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠানের জন্য ছাত্র সংগ্রাম পরিষদের সভায় একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আমাকে (লেখক) এই কমিটির আহ্বায়ক এবং এ টি এম ওয়ালী আশরাফ (বাংলাদেশ পার্লামেন্ট সাবেক এম পি), এম আলতাফ হােসেন (বার এট ল), এ রেজা খান (বার এট ল), ড. হুজ্জত আলী প্রামানিক (বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক) এবং মাজেদ সওদাগর (বর্তমান লন্ডনে ব্যবসায়ী) প্রমুখকে সদস্য মনােনীত করা হয়। ছাত্র সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। লারকুলা লিমিটেড স্মরণিকাটি মুদ্রণের কাজ সম্পাদন করে। স্মরণিকায় বাংলাদেশের বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের বক্তৃতার উদ্ধৃতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বাণী, পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মােস্তাক আহমদের বাণী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এম এ জি ওসমানীর বাণী ছাপানাে হয়। মুজির নগর থেকে প্রেরিত প্রতিটি বাণীতে দেশকে মুক্ত করার দৃপ্ত অঙ্গিকার, মুক্তিযুদ্ধকালে বিলাতে প্রবাসী বাঙালি ছাত্রদের ভূমিকার প্রশংসা ও সম্মেলনের সফলতা কামনা করা হয়। ইংরেজীতে মুদ্রিত এই স্মরণিকায় শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতার মধ্য থেকে “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম…” অংশটি, উদ্ধৃতি হিসেবে স্থান পায়। এ ছাড়া মার্চ মাস থেকে শুরু করে তৎপরতা, বিভিন্ন প্রতিনিধি প্রেরণ, প্রচারপত্র ও পুস্তিকা প্রকাশ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন স্মরণিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্মরণিকা আমাদের সংগ্রাম’ (Our Struggle) শিরােনামে বাংলাদেশের স্বাধীনতা ঘােষণার প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের যৌক্তিকতা ও অগ্রগতি সম্পর্কে একটি প্রবন্ধ মুদ্রিত করা হয়। 

সূত্র : মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান – ড খন্দকার মোশাররফ হোসেন