১৭ মার্চ ১৯৭১ঃ আওয়ামী লীগ সাহায্য তহবিলে দান
হারুনুর রশিদ মোল্লা ( পরে আওয়ামী লীগ ও বিএনপি এর এমপি) মিরপুর, ১০০০ টাকা, অধ্যাপক আশকার ইবনে শাইখ ফুলার রোড ঢাকা, ৫০০ টাকা, ডঃ আর এ গনি বাড়ী নং ৮২৩, রোড নং ১৯, ধানমণ্ডি, ১০০ টাকা, তাহের জান বিবি ছাত্রী ইডেন কলেজ, ১০ টাকা, মিসেস আনোয়ারা বেগম ঢাকা-১, ১০০১ টাকা, তাহের জান বিবি ও জমিলা খাতুন ইডেন কলেজ ছাত্রী ১৮ টাকা।
নোটঃ প্রতিষ্ঠানের বাহিরে ব্যক্তিগত দানকেই তুলে ধরছি। তাহেরজান দুবার দিয়েছে।