You dont have javascript enabled! Please enable it! 1971.03.17 | ঢাকা জেলা আওয়ামী লীগের সভা - সংগ্রামের নোটবুক

১৭ মার্চ ১৯৭১ঃ ঢাকা জেলা আওয়ামী লীগের সভা

৫১ পুরানা পল্টন অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৪ মার্চ পল্টন ময়দানে জেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শামশুল হক। সভায় স্বাধিকার আন্দোলনে নিহত সকল শহীদের জন্য গভীর শোক প্রকাশ এবং তাদের সকল পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করা হয়। সভায় আন্দোলনে ত্যাগ স্বীকার করার জন্য জেলাবাসীর প্রতি অভিনন্দন জানানো হয় এবং শেষ রক্ত বিন্দু দিয়ে আন্দোলন সফল করার জন্য শপথ নেয়া হয়। সভায় জেলার সকল মহকুমার সভাপতি এবং সাধারন সম্পাদক গনও উপস্থিত ছিলেন।