১৭ মার্চ ১৯৭১ঃ ইয়াহিয়া মুজিব ২য় রাউনড ২য় বৈঠক
শেখ মুজিবর রহমান সকাল ১০টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন। কড়া সামরিক প্রহরার মধ্যে প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক শুরু হয়। এদিন বৈঠক প্রায় ১ ঘন্টাব্যাপী চলে। প্রথম দিনের মতই আলোচনা শেষে অপেক্ষমাণ দেশী–বিদেশী সাংবাদিকদের বঙ্গবন্ধু বলেন, আমার বলার কিছু নেই। পরে তার বাসভবনে তিনি আরেক দফা সাংবাদিকদের মুখোমুখি হন তখন সাংবাদিকদের তিনি বলেন আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং লক্ষে উপনীত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আলোচনা এখনও ভেঙ্গে যায়নি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি জাহান্নামের আগুনেও হাসতে পারি। তারপর তিনি দলিয় নেতৃবৃন্দের সাথে বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিন বিকেলে বা রাতে আরেক দফা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
প্রেসিডেন্ট ইয়াহিয়ার আমন্ত্রনে গোপনে পাকিস্তানের সাবেক বিচারপতি এবং ইয়াহিয়ার সাবেক আইন মন্ত্রী এ আর কর্নেলিয়াস ঢাকা এসেছেন। শেখ মুজিব ইয়াহিয়া বৈঠক শেষ পর্যায়ে থাকার সময় তিনি প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেন।
প্রেসিডেন্ট ভবনে বিচারপতি কর্নেলিয়াস চিফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল এসজিএম পীরজাদার সাথে বৈঠক করেন।
এ ছাড়াও ইয়াহিয়া বাঙ্গালী বিচারপতি হামুদুর রহমান এবং ভূট্টোকেও ঢাকায় আসার নির্দেশ দিয়েছেন।