১৭ মার্চ ১৯৭১ঃ খলিল তিরমিঝি
পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ খলিল আহমেদ তিরমিঝি এবং করাচী শহর আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক বলেছেন ভূট্টো দেশকে খণ্ড বিখণ্ড করতে যাচ্ছেন। তারা বলেন ভূট্টো প্রধানমন্ত্রী হওয়ার জন্যই দেশকে ভাঙতে চাচ্ছেন। তিনি বলেন সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর হলেই কেবল দেশ অখণ্ড থাকবে। তারা বলেন আওয়ামী লীগের কেবল ১৬৯ জন সদস্য নয় আরও ৩৫ জন সদস্য আওয়ামী লীগকে সমর্থন করবে। পাকিস্তানের পাচ প্রদেশেই শেখ মুজিব অবিসংবাদিত নেতা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন।