১৬ মার্চ ১৯৭১ঃ সবার চোখ এখন ঢাকার দিকেঃ দৌলতানা
কাউন্সিল মুসলিম লীগ সভাপতি মিয়া মমতাজ দৌলতানা লাহোরে বলেছেন ১২ কোটি পাকিস্তানীর চোখ এখন ঢাকায়। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢাকায় মুজিব ইয়াহিয়ার বৈঠকের ফলাফলের উপর। তিনি বলেন যতক্ষন পর্যন্ত এক পাকিস্তান আছে ততক্ষন পর্যন্ত পাকিস্তানে দুটি সংখ্যাগরিষ্ঠ দলের প্রশ্ন আসে না। অবশ্য দেশ শাসনে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ দলের মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন। তিবি বলেন তিনি ১৯ তারিখ ঢাকা যাবেন। সেখানে তিনি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে চেষ্টা করবেন। তিনি বলেন সংখ্যাগরিষ্ঠ দলের একক ভাবে দেশ শাসনের অধিকার আছে তবে কেউ ইচ্ছে করলে দেশকে দ্বিধাবিভক্ত করতে পারেন না। ঢাকায় তিনি মুজিবের সাথে সাক্ষাতের প্রচেষ্টা নিবেন।