You dont have javascript enabled! Please enable it! 1971.03.16 | সরকারের উচিত শেখ মুজিবুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দেয়া - জয়প্রকাশ নারায়ণ - সংগ্রামের নোটবুক

১৬ মার্চ ১৯৭১ঃ জয়প্রকাশ নারায়ণ

ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ নয়াদিল্লীতে বলেন, জনসাধারণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষ ও সরকারের উচিত শেখ মুজিবুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দেয়া। তিনি এক বিবৃতিতে শেখ মুজিবের অসাধারণ নেতৃত্বের উচ্ছসিত প্রশংসা করেন। তিনি বলেন গান্ধীজির পর একমাত্র শেখ মুজিবই একমাত্র নেতা যিনি বিশাল আয়তনের অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করলেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীর উপর আমার মত প্রকাশ করতে ইতস্তত করছিলাম কিন্তু শেখ মুজিবুর রহমান সারা বিশ্ব এর স্বাধীনতাকামীদের প্রতি যে আবেদন জানিয়েছেন আজ উহা পাঠ করে তার আবেদনের জবাবে বাধ্য হয়েই আমাকে কিছু বলতে হয়েছে।

 

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!