১৬ মার্চ ১৯৭১ঃ অস্র গোলাবারুদ বহনে শিপিং কর্পোরেশনের দুই পরিচালকের প্রতিবাদ
এ আর চৌধুরী ও শফিকুল ইসলাম নামে দুই বাঙ্গালী পরিচালক শিপিং কর্পোরেশনের জাহাজে অস্র গোলাবারুদ বহনের প্রতিবাদ করে মহাপরিচালক বরাবর পত্র দিয়েছেন। পরিচালকদ্বয় বলেন শিপিং কর্পোরেশনের জাহাজে সৈন্য, অস্র গোলাবারুদ বহন মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হামলা। বেসরকারি ক্রিসেন্ট গ্রুপের মালিকানাধীন যাত্রী ও পণ্যবাহী জাহাজ এম ভি শামস এ করে ২০০০ পশ্চিম পাকিস্তানী চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। স্বাধিকার কর্মী দ্বারা জাহাজ তল্লাসির কথা থাকলেও তা পরে প্রত্যাহার করে নেয়া হয়। ২৪ মার্চ জাহাজ টি করাচী পৌঁছবে বলে আশা করা যায়।