জঙ্গী শাসনের অক্টোপাশে বাঙলাদেশ’
নয়াদিল্লী, ২৬ মার্চ (ইউ, এন, আই) – পাকিস্তানের অসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য একমাস ধরে যে প্রচেষ্টা চলছিল আজ পাকিস্তানের জঙ্গী শাসকচক্র সেই প্রচষ্টোর সমস্ত পথ অবরুদ্ধ করেছেন।
বিদ্রোহী বাঙলাদেশকে সামরিক শাসনের বুটের তলায় নিষ্পিষ্ট করার উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা শহরে কার্ফ জারি করা হয় এবং সৈন্যবাহিনীকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রদেশের জঙ্গী শাসনকর্তা লে. জে. টিক্কা খান সমস্ত রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘােষণা করেছে।
শেখ মুজিবর রহমানের আইন অমান্য আন্দোলনের কর্মসূচী অনুসারে যে সমস্ত শ্রমিক-কর্মচারী তাদের কাজ থেকে বিরত রয়েছেন তাদের ২৪ ঘন্টার মধ্যে কাজে যােগদানের নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদের কোর্ট মার্শাল বিচারের সম্মুখীন হতে হবে।
সংবাদপত্র, বেতার এবং টেলিভিশন কড়া নিয়ন্ত্রণাধীনে রাখা হয়েছে।
সৈন্যবাহিনীর দখলে ঢাকা বেতারকেন্দ্র। গত দু সপ্তাহ ধরে এই বেতারকেন্দ্র স্বাধীনভাবে পরিচালিত হয়েছে।
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের কাছে অস্ত্র আছে তা অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সামরিক শাসন কর্তৃপক্ষ থেকে ঘােষণা করা হয় যে, উপরােক্ত আদেশ অমান্যকারীরা সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন।
সূত্র: কালান্তর, ২৭.৩.১৯৭১