You dont have javascript enabled! Please enable it!

১৫ মার্চ ১৯৭১ঃ কোয়ালিশন সরকার গঠন কর — ভুট্টো

পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচীতে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বিবৃতিতে বলেন পাকিস্তানের দুই অংশের দুরত্তের ব্যবধানের কারনে এদেশে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রযোজ্য নয়। দেশ শাসনের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ দলকে অবশ্যই এই অংশের সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছার মূল্য দিতে হবে। আওয়ামী লীগ যদি পিপিপিকে ক্ষমতার ভাগ দেয় পিপিপি সীমান্ত ও বেলুচিস্তানেও অন্যান্য দলকে প্রতিনিধিত্ব প্রদান করবে। তিনি বলেন তিনি ক্ষমতা লিপ্সু নহেন জনগণই তাকে ক্ষমতায় চাচ্ছে।  তিনি কেন্দ্রে আওয়ামী লীগ ও পিপলস পার্টির সমন্বয়ে কোয়ালিশন সরকার গঠনের দাবী জানিয়েছেন। তিনি বলেন কেবলমাত্র এ ধরনের একটি ব্যবস্থাই পাকিস্তানের ঐক্য রাখতে পারে। তিনি বলেন পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলকে বাদ দিয়ে ক্ষমতা হস্তান্তর করা ঠিক হবে না।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি বিরোধী দলে বসতে চান না কারন এখন থেকে পূর্ব পাকিস্তানীরা সংখ্যাগরিষ্ঠতার জোরে পশ্চিম পাকিস্তান শাসন করবে।  ক্ষমতার ভাগ দিতে শেখ মুজিব রাজি না হলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ইহা একটি অবমাননাকর প্রশ্ন। তিনি স্বীকার করেন জানুয়ারী আলোচনায় ক্ষমতার ভাগাভাগি বিষয়টিও আলোচনায় ছিল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!