১৫ মার্চ ১৯৭১ঃ আমি নমশূদ্র নই—ভুট্টো
করাচীর নিস্তার পার্কের জনসভায় শেখ মুজিবের প্রতি রাগত স্বরে চিৎকার করে বলেন আমি নমশূদ্র নই। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান জনাব ভুট্টোর টেলিগ্রামের জবাব প্রদান না করায় তিনি উপরোক্ত ক্ষেদ প্রকাশ করেন। শেখ মুজিবকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি আমাকে অবহেলা করেন নাই। সমগ্র পশ্চিম পাকিস্তানের মানুষকে অবহেলা করেছেন। জনগণকে আপনি অবহেলা করতে পারেন না। আমি একজন জনপ্রতিনিধি। আমি নমশূদ্র নই আমার পরামর্শ সমুহ কোন ব্যক্তিগত ছিল না। উহা পশ্চিম পাকিস্তানী জনগনের অনুভুতির বহিঃ প্রকাশ মাত্র।