১৫ মার্চ ১৯৭১ঃ তাজউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ প্রাদেশিক সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের জনগনের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আন্দোলন এক নয়া পর্যায়ে প্রবেশ করেছে। শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলন শুরু করার আহবান জানিয়েছিলেন তাহাতে জনসাধারনের নিরুঙ্কুশ সাড়া পাওয়া গিয়েছে ফলে সকল সরকারী বিভাগ সহ সকল স্তরের লোক এই গন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহন করছে এবং বাংলাদেশের জনগনের নামে আমরা যে সব নির্দেশ জারী করছি তা মেনে চলার জন্য সকল শক্তি প্রয়োগ করছেন। আওয়ামী লীগ নেতা আরও বলেন সারা বাংলাদেশে যে ঐতিহাসিক গন অভ্যুত্থান হয়েছে তা জনগনের সাথে সার্বিক ত্যাগ শিকারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেছে। আমরা অবশ্যই প্রমান করে দিব যে একটি জাগ্রত জাতি সমাজের মৌলিক প্রয়োজন মিটানোর উদ্দেশে সকল প্রকার দুর্লঙ্ঘ বাধা বিপত্তি অতিক্রম করতে পারে। কোন প্রকার ত্যাগ স্বীকারে পিছপা না হইতে এবং অর্থনৈতিক জীবন যাতে বিপর্যস্ত না হয় তার নিশ্চয়তা দিতে জনগন বদ্ধপরিকর।