১৫ মার্চ ১৯৭১ঃ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ নুরে আলম সিদ্দিকির সভাপতিত্তে বায়তুল মোকাররমে এক সভার আয়োজন করে। সভায় নতুন করে সামরিক আইন জারীর নিন্দা করা হয়। বক্তারা বলেন সামরিক শাসকরা নয় বাংলার সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানই কেবল নির্দেশাবলী জারী করতে পারেন। বাংলার জনগন এই নির্দেশাবলী মেনে নিবেন। বক্তারা অবিলম্বে বাংলাদেশ হতে পশ্চিম পাকিস্তানী সৈন্য সরিয়ে নেয়ার জন্য ইয়াহিয়ার প্রতি আহবান জানান। সভায় আসম রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন। সভা শেষে ছাত্র জনতার একটি বিশাল মিছিল জিন্নাহ এভিনিউ, নর্থ সাউথ রোড, কাকরাইল, সার্কিট হাউজ রোড, বেইলি রোড হয়ে প্রেসিডেন্ট ভবনের পাশ ঘেঁষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে নিউমার্কেট এবং ফিরে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে পথচারীরাও অংশ নেয়। তারা বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দেয়। মিছিলটি যখন প্রেসিডেন্ট ভবনের পাশ দিয়ে অতিক্রম করে তখন প্রেসিডেন্ট ভবনে অবস্থান করছিলেন। এ সময়ে সেনাবাহিনী এবং ইপিআর বাহিনীকে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।