You dont have javascript enabled! Please enable it! 1971.03.14 | নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ছাত্র ইউনিয়নের জনসভা - সংগ্রামের নোটবুক

১৪ মার্চ ১৯৭১ঃ ছাত্র ইউনিয়ন

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বায়তুল মোকাররমে দলের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্তে এক জনসভার আয়োজন করে। সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এবং রোকেয়া হল ভিপি আয়েশা খানম। মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্বে বলেন বিগত ২৩ বছরের বাংলার গন অধিকার বানচালের চক্রান্তকে পর্যালোচনা করে বলেন যে বারবার বাংলার গন অধিকারকে চক্রান্ত ও ষড়যন্ত্র করে বানচাল করলেও এবারে জনগনের স্বাধিকারের আকাঙ্ক্ষাকে কোন শক্তি স্তব্দ করতে পারবে না। বর্তমান গন সংগ্রামের পটভূমিতে পঁচিশে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কতৃক আহুত জাতীয় পরিষদে অংশগ্রহণের প্রশ্ন বিবেচনার পূর্ব শর্ত হিসেবে শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৪ দফার প্রতি তার দলের সমর্থন বেক্ত করেন। তিনি বলেন শুধু মাত্র ছাত্রসমাজ ও রাজনৈতিক নেতাদের বিবৃতিতে স্বাধিকার অর্জন করা সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি বাংলার সাত কোটি বাঙ্গালীকে লড়াই করার জন্য সৈনিক রূপে প্রস্তুত হওয়ার আহবান জানান। আয়েশা খানম তার বক্তৃতায় আপোষ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলার স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লক্ষে পৌঁছানোর জন্য ঘরে ঘরে দুর্গ ও গণবাহিনী গঠন করার আহবান জানান। সভা শেষে একটি মিছিল শহর প্রদক্ষিন করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।