১৪ মার্চ ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো
করাচীতে নিশাত পার্কে পিপলস পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় পিপিপি’র চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের দুই অংশের দুই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেন। তিনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তার সঙ্গে সংলাপ শুরু করার জন্য শেখ মুজিবের প্রতি আহ্বান জানান। তিনি বলেন শাসন তন্ত্র প্রশ্নে এখনও একটি স্বীকৃত ফরমুলা বের করার সময় রয়েছে। তিনি বলেন ৬ দফার তিন দফা তিনি সম্পূর্ণ মেনে নিয়েছেন এবং আলোচনার মাধ্যমে দুই দফা ফয়সালা করার মত অবস্থায় আছে। বাকী এক দফাও মীমাংসা সম্ভব হবে। ইয়াহিয়া খান ৩ মার্চের অধিবেশন স্থগিতের সময় তার দলের সাথে কোনরূপ আলোচনার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি ইয়াহিয়াকে শাসনতন্ত্র প্রনয়নের ১২০ দিনের বাধ্যবাধকতা তুলে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। সর্বসম্মত ভাবে শাসনতন্ত্র এই ১২০ দিনের মেয়াদে করা সম্ভব ছিল না ফলে নিয়ম অনুযায়ী পরিষদ ভেঙ্গে যেত। তিনি জোর দিয়ে বলেন আওয়ামী লীগ ৬ দফার নামে পরোক্ষ ভাবে তাদের অংশের স্বাধীনতাই দাবী করছে। বর্তমান সংকটের জন্য তাকে যারা দায়ী করছেন তাদের তিনি কঠোর সমালোচনা করছেন।