১৪ মার্চ ১৯৭১ঃ খাদ্যবাহী জাহাজ প্রসঙ্গে ক্যাপ্টেন মনসুর আলী
প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী দলের নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে ১১ মার্চ খাদ্যবাহী জাহাজ ‘ভিন্তেজ হরাইজন’ এর গতিপথ চট্টগ্রাম বন্দরের পরিবর্তে করাচী বন্দরে পরিবর্তনের ঘটনা সম্পর্কে অবিলম্বে তদন্ত অনুষ্ঠানের দাবি জানান। জাহাজটি ৩২০০০ টন খাদ্য নিয়ে চট্টগ্রাম আসছিলো। বাংলাদেশের জন্য ৪৮০০০ টন খাদ্যশস্যবাহী ‘মন্টেসেলো ভিক্টরি’ নামের আর একটি জাহাজের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম বন্দর থেকে করাচী নিয়ে যাওয়া হয়। জাহাজটি ৬ মার্চ চট্টগ্রাম পৌছার কথা ছিল। মোট ২ লাখ টন খাদ্য শস্য এই কয়দিনে বাংলাদেশে আসার কথা কিন্তু তা সরিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা করা হচ্ছে।