You dont have javascript enabled! Please enable it! 1971.03.14 | মুজিব ওয়ালী বৈঠক - সংগ্রামের নোটবুক

১৪ মার্চ ১৯৭১ঃ মুজিব ওয়ালী বৈঠক

সকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও ন্যাপ নেতা খান আবদুল ওয়ালী খান শেখ মুজিবের ধানমণ্ডির বাসভবনে আলোচনা বৈঠকে মিলিত হন। একটি রুদ্ধদ্বার কক্ষে প্রায় দেড়ঘন্টাব্যাপী এই আলোচনাকালে জাতীয পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী দলের উপনেতা সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এইচ.এম কামরুজ্জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত চিলেন।  বৈঠক শেষে অপেক্ষমান একজন বিদেশী সাংবাদিকের সঙ্গে আলাপকালে শেখ মুজিব বলেন, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেচে থাকতে চাই। জনগনের সার্বিক স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে। এর পর ওয়ালী খানকে গাড়ীতে উঠিয়ে দিয়ে ফেরার পথে উক্ত সাংবাদিকের আবার প্রশ্নের জবাবে তিনি বলেন নিজের চোখেই তো অসহযোগ আন্দোলন দেখছেন। জনগন আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ মুক্তিপিপাশু মানুষকে দাবিয়ে রাখার শক্তি এ পৃথিবীতে নেই।