১৪ মার্চ ১৯৭১ঃ সমরাস্ত্রবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর।
৩৬২১ কন্টেইনার / কার্টুন অস্র ও গোলাবারুদ নিয়ে পাকিস্তান শিপিং কর্পোরেশনের ‘ওসান এন্ডুরেন্স’ নামের সমরাস্ত্রবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ১০নং জেটিতে নোঙর করে। ১৬নং জেটিতে ১৮০ টন সমরাস্ত্রবাহী অপর পাকিস্তান শিপিং কর্পোরেশনের পণ্যবাহী জাহাজ দু তিনদিন আগে বন্দরে ভিড়িলেও ‘সোয়াত’-এর সমরাস্ত্র বন্দর শ্রমিকদের অসহযোগিতার কারণে খালাসের চেষ্টা করে কর্তৃপক্ষ ব্যর্থ হয়।