১৩ মার্চ ১৯৭১ঃ সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজউদ্দিন ফকির
সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজউদ্দিন ফকির এক বিবৃতিতে অভিমত প্রকাশ করেন যে বর্তমান পরিস্থিতিতে পিপিপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোর সাথে আলোচনার সকল গুরুত্বই তিরোহিত হয়ে গিয়েছে। এক্ষনে এরুপ আলোচনা একটি মীমাংসাকেই বিলম্বিত করবে যার ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই নতুন করে সঙ্কট সৃষ্টি হতে পারে। তিনি বলেন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ দলের নেতার মতামত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হওয়ায় তিনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রন হারিয়েফেলেছেন। তিনি বলেন প্রেসিডেন্ট এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন যদি তিনি শেখ মুজিবের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করেন। তিনি বলেন কিভাবে এ ক্ষমতা দেয়া যায় তার উপর প্রশ্ন উঠতে পারে। কিন্তু এর উত্তর খুব সহজ। আইউব খান যেভাবে ‘লেটার অব অথরিটি’ দ্বারা ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন ঠিক সেভাবেই ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনী পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটিলিয়নের পরিচালনা কর্তৃত্ব বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত এক মাসে পূর্ববাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি সৈন্য আনা হয়েছে তাদের প্রত্যাহারের দাবি জানান।