You dont have javascript enabled! Please enable it!

ভারত-পাক সঙ্কটে কোনাে বৃহৎ শক্তির জড়িত হওয়ার অনুচিত

কোপেন হেগেন, ৩ ডিসেম্বর— এপি জানাচ্ছে, গতকাল সােভিয়েত প্রধানমন্ত্রী বাঙলাদেশ প্রশ্ন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে গুরুতর পরিস্থিতির উদ্ভব হয়েছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এটা তাদের পারস্পরিক ব্যাপার এবং এতে সােভিয়েত ইউনিয়নের জড়িয়ে পড়ার কোনাে ইচ্ছাই নেই।
বলাবাহুল্য এতে ঐ দুই দেশের বাইরে অন্য কোনাে বৃহৎ শক্তি যাতে জড়িত না-হয় কোসিগিন প্রচ্ছন্নভাবে সেই ইঙ্গিতই এতে দিয়েছেন।
সােভিয়েত প্রধানমন্ত্রী ডেজ মার্কের পার্লামেন্ট সদস্যদের কাছে ভাষণ দিতে গিয়ে বলেছেন : “ভিয়েতনামে এখনও যুদ্ধ চলছে, পশ্চিম এশিয়াতে উত্তেজনা বিরাজ করছে এবং আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে এক যুদ্ধারম্ভের কিনারায় রয়েছে। যুদ্ধ যাতে না বাধে সেজন্য আমরা সাধ্যায়ত্ত চেষ্টা করে যাব।”
পর্যবেক্ষকরা মনে করছেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলােচনাকালে কোসিগিন ভারতীয় উপমহাদেশের সঙ্কটিজনক পরিস্থিতির উপর অত্যন্ত গুরুত্ব আরােপ করেছেন।
বলা হচ্ছে ইয়ােরােপীয় নিরাপত্তা সম্মেলন সম্পর্কেও দিনেমার নেতাদের সঙ্গে কোসিগিন আলােচনা করেছেন এবং আর করবেন।

সূত্র: কালান্তর, ৪.১২.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!