১৩ মার্চ ১৯৭১ঃ নতুন সামরিক নির্দেশ জারির প্রতিবাদে শেখ মুজিব
সামরিক নির্দেশ জারির পর পরই শেখ মুজিবুর রহমান সামরিক আইনের আরেকটি নির্দেশ জারীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, যে ক্ষেত্রে আমরা জনগনের পক্ষ হতে সামরিক শাসন প্রত্যাহারের জন্য যখন দাবী জানাচ্ছি ঠিক তখন নতুন করে এধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দান করা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন যারা আইন জারী করেছেন তাদের পক্ষে দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সজাগ হওয়া উচিত এবং স্মরন রাখা উচিত যে জনগন আর এই ধরনের ভীতি প্রদর্শনকে গ্রাহ্য করেনা। তারা ইস্পাত কঠিন সঙ্কল্পে ঐক্যবদ্ধ।