You dont have javascript enabled! Please enable it! 1971.03.13 | পূর্ব বাংলা আসলেই স্বাধীন এবং এক্ষনে আমরা এখন একটি পূর্ববঙ্গ সরকার গঠনের অপেক্ষায় আছি - ভৈরবে মওলানা ভাসানী - সংগ্রামের নোটবুক

১৩ মার্চ ১৯৭১ঃ ভৈরবে মওলানা ভাসানী

মওলানা ভাসানী ভৈরব রেল ময়দানে এক জনসভায় বলেছেন পূর্ব বাংলা আসলেই স্বাধীন এবং এক্ষনে আমরা এখন একটি পূর্ববঙ্গ সরকার গঠনের অপেক্ষায় আছি। তিনি বলেন এখন আর স্বাধীনতার স্লোগান দেয়ার প্রয়োজন নেই। পূর্ব বাংলার লোকজন তাদের মৌলিক অধিকার আদায়ের প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিল এবং কিভাবে মুক্তি সংরামের জন্য জীবন দিতে হয় তা তারা শিখেছে। মুক্তির জন্য এই অহিংস ও অসহযোগ আন্দোলনে বাংলার সকল শ্রেণীর লোক যেভাবে ঐক্য ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে তিনি তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বিদেশী কাপর পরিধান বন্ধ এবং মদ গাজা সেবন থেকে বিরত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান।