You dont have javascript enabled! Please enable it! 1971.03.12 | পূর্ব ও পশ্চিমাঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেলে পশ্চিমাঞ্চল কিছুতেই ৫ বছরের বেশী টিকবে না - এয়ার মার্শাল (অব.) আসগর খান - সংগ্রামের নোটবুক

১২ মার্চ ১৯৭১ঃ এয়ার মার্শাল (অব.) আসগর খান

লাহোরে সকালে ২য় সাংবাদিক সম্মেলনে গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান জাতীয় অখণ্ডতা রক্ষার জন্য অবিলম্বে রাষ্ট্র নায়কোচিত তৎপরতা প্রদর্শনের আকুল আহবান জানিয়েছেন। পশ্চিম পাকিস্তানের জনগন কে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন যে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেলে পশ্চিমাঞ্চল কিছুতেই ৫ বছরের বেশী টিকবে না। ২৮ তারিখের জুলফিকার আলী ভুট্টোর লাহোর ভাষণের উল্লেখ করে তিনি বলেন দোষ করা হল লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হল ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ পশ্চিম পাকিস্তানের ভাই ভাই হয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। এই পরিস্থিতিতে প্রথম ফ্লাইটেই ঢাকা যাওয়ার এবং পাকিস্তানকে রক্ষা করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য তিনি ইয়াহিয়া খানের প্রতি আহবান জানান। তিনি বলেন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেলে পাকিস্তান সশস্র বাহিনীর অর্ধেক লোক কমে যাবে ফলে পাকিস্তান অনেক দুর্বল হয়ে পড়বে। মনে রাখতে হবে সীমান্ত প্রদেশের জনগণরা কিন্তু আফগান প্রেমী। বালুচরাও তাদের নিজ পথ ধরবে সিন্ধুও তাই করবে। তিনি বলেন পাকিস্তানকে অখণ্ড রাখার একমাত্র বেক্তিই হচ্ছেন মুজিব অন্য কেউ নয় আর পাকিস্তানকে অখণ্ড রাখতেই একটি মাত্র পথ খোলা রয়েছে। আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর।