১২ মার্চ ১৯৭১ঃ প্রেসিডেন্ট এর প্রতি গোলাম আজম
পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী সভাপতি অধ্যাপক গোলাম আজম এক বিবৃতিতে অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন। তিনি বলেন সামরিক সরকারের বুঝা উচিত যে বুলেট এবং বেয়োনেট দ্বারা দেশের সংহতি ও অখণ্ডতা রক্ষা করা যায় না। তিনি বলেন শেখ মুজিবের আহবানে জনগন অসহযোগ চালিয়ে যাবার ফলে সর্বত্র যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সত্বর সামরিক শাসন প্রত্যাহার ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া এ সঙ্কট জনক অবস্থার অবসান কিছুতেই হবে না। তিনি বলেন প্রেসিডেন্ট এর ভ্রান্ত পদক্ষেপের পরিনামে অনেক জানমালের ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহর দহাই দিয়ে তার প্রতি আহবান জানাচ্ছি ইতিমধ্যেই যে দুঃখজনক রক্তপাত হয়েছে স্থায়ী ভাবে উহার অবসান করুন। গত কয়েকদিনে শেখ সাহেবের আকুল আবেদনে যে কিছু শান্তি বিরাজ করছে ক্ষমতা হস্তান্তর বিলম্ব হলে তার নিয়ন্ত্রনের বাহিরে চলে যেতে পারে।