১২ মার্চ ১৯৭১ঃ ভুট্টো
পিপিপি প্রধান ভুট্টো লারকানা হতে লাহোর যাওয়ার পথে মুলতান বিমান বন্দরে সমবেত জনতার উদ্দেশে বলেন তিনি ক্ষমতালোভী নন। যদি তাই হত তিনি এতদিন যা করছেন তা হতে তার আচরন ভিন্ন হত। তিনি ইহাই চান যে জনগনের হাতেই ক্ষমতা হস্তান্তর হোক। তিনি বলেন তার দল এমন এক্তি শাসনতন্ত্র চায় যাতে জনগনের আশা আকাংখা প্রতিফলিত হবে এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগনের সৌভাত্রিত্ব মুলক সম্পর্কের স্থায়ী ভিত্তি রচিত হবে। তিনি বলেন পাকিস্তানের অখণ্ডতা ও সং হতি এবং জনসাধারনের অধিকার রক্ষার নিশ্চয়তা বিধানের যে কোন প্রচেষ্টার সর্বান্তকরণে সহযোগিতা করতে পিপলস পার্টি প্রস্তুত রয়েছে। তিনি বলেন আগামী রবিবার তিনি করাচীতে আয়োজিত জনসভায় বর্তমান সঙ্কট সম্পর্কে তার দলের নীতি ব্যাখ্যা করবেন। তিনি প্রতিশ্রুতি প্রদান করেন যে দেশের মঙ্গলের জন্য পিপলস পার্টি বর্তমান সঙ্কট নিরসনের যথাসাধ্য চেষ্টা করবে। তিনি বলেন বিগত নির্বাচনে আওয়ামী লিগের সাফল্যকে আমরা শ্রদ্ধা করি। দুই অঞ্চলের জনগনের আশা আকাংখা বাস্তবায়নের জন্য আমরা সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছি। পিপিপির তথ্য সম্পাদক কাউসার নিয়াজি আওয়ামী লীগের পরিষদে যোগদানের দুটি শর্ত পিপিপির কাছে গ্রহন যোগ্য নয় একটি সংবাদ সংস্থার এমন সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন।