১২ মার্চ ১৯৭১ঃ ক্যাপ্টেন মনসুর আলী
প্রাদেশিক সংসদীয় দল নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত দক্ষিণাঞ্চলীয় ঘূর্ণি দুর্গতদের ত্রানবাহী জাহাজ কেন্দ্রীয় সরকারের নির্দেশে করাচীর দিকে গতিপথ পরিবর্তনের সংবাদ পেয়েছেন তিনি এ ব্যাপারে সরকারের অবস্থানের ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন শোষণের কৌশল নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠী সব সময়েই সম্পদ বাংলাদেশের বাহিরে প্রেরন করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করেছে। তিনি বলেন যে বাংলার মানুষ আজ চরম ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। বাংলার সঙ্গবদ্ধ মানুষ শোষক এবং তাদের আম্লাদের প্রতিহত করতে বদ্ধ পরিকর এবং তাহাদিগকে জনগনের আদালতে জবাবদিহি হইতে হবে বলে মন্তব্য করেন।