১২ মার্চ ১৯৭১ঃ লেখক সংগ্রাম শিবির/ চারু কারু কলা সংগ্রাম পরিষদ গঠিত
বাংলাদেশের স্বাধিকার সংগ্রাম আন্দোলনে একাত্ম ঘোষণা করে বাংলার প্রখ্যাত কবি, সাহিত্যিক গন লেখক সংগ্রাম শিবির গঠন করেছেন। কমিটির আহ্বায়ক হন হাসান হাফিজুর রহমান। সদস্য সিকান্দর আবু জাফর, শওকত ওসমান, শামশুর রহমান, আহমেদ শরীফ, বদর উদ্দিন উমর, রনেশ দাশ, সাইদ আতিকুল্লাহ, বোরহান উদ্দিন জাহাঙ্গীর, রোকনুজ্জামান খান, ফজল শাহাবুদ্দিন, সৈয়দ শামশুল হক। চারু ও কারু কলা মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেনের সভাপতিত্তে এক সভায় শিল্পি মুর্তজা বশীর ও কাইউম খানকে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট চারু কারু কলা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে।