You dont have javascript enabled! Please enable it!

১২ মার্চ ১৯৭১ঃ ময়মনসিংহে ভাসানী

ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে এক জনসভায় ন্যাপ প্রধান আবদুল হামিদ খান ভাসানী বলেন বাংলার সাড়ে সাত কোটি বাঙ্গালী যে মুজিবের পিছনে অটুট ঐক্য নিয়ে দারিয়েছে তা শাসনতন্ত্রের জন্য নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই শেখ মুজিবর রহমানের পিছনে অটুট ঐক্যবদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে লাথি মেরে সাড়ে সাত কোটি বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য তিনি শেখ মুজিবের প্রতি আহবান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে লাথি মেরে শেখ মুজিব যদি বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে সঠিক নেতৃত্ব দিতে পারেন তা হলে ইতিহাসে তিনি কালজয়ী বীর রুপে নেতা রুপে অমর হয়ে থাকবেন। সভায় দলের সাধারন সম্পাদক মশিউর রহমান বক্তব্য রাখেন।