You dont have javascript enabled! Please enable it! 1971.03.11 | করাচীতে আসগর খান - অত্যন্ত দ্রুত সময়ের পটপরিবর্তন হচ্ছে এবং এসময়ে দেশকে বিচ্ছিন্নতার হাত হতে বাঁচাতে হলে যথাসম্ভব ব্যবস্থা গ্রহন করতে হবে - সংগ্রামের নোটবুক

১১ মার্চ ১৯৭১ঃ করাচীতে আসগর খান

করাচীতে গণঐক্য আন্দোলনের নেতা এয়ার মার্শাল (অব.) আসগর খান সাংবাদিক সম্মেলনে বলেন, অত্যন্ত দ্রুত সময়ের পটপরিবর্তন হচ্ছে এবং এসময়ে দেশকে বিচ্ছিন্নতার হাত হতে বাঁচাতে হলে যথাসম্ভব ব্যবস্থা গ্রহন করতে হবে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানই কার্যত এখন সরকার। সেখানে সব সরকারি কর্মচারী এবং সচিবরা তাঁর নির্দেশ পালন করছেন।  তিনি বলেন তার বিগত ঢাকা সফরে কেবল সামরিক সদর দফতর ছাড়া আর কোথাও পাকিস্তানি পতাকা উড়তে দেখি নাই। তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের হাতে অবিলম্বে ক্ষমতা ছাড়া না হলে দেশের দু’অংশকে এক রাখা কোনোভাবেই সম্ভব হবে না। প্রেসিডেন্ট এর উচিত শেখ মুজিবের শর্ত সমুহ মেনে নিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ২৩ বছরের ক্ষোভের কারনে তাদের আর কিছুতেই সন্তোষট করা যাবে না। তিনি বলেন দেশের পূর্বাংশ এখন জলন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। অবিলম্বে ক্ষমতা হস্তান্তর না করলে শেখ মুজিবের পক্ষেও দেশের দু অংশ একত্রে রাখা সম্ভব হবে না।